জসিন্তা, তোমাকে আজকাল খুব মনে পরে
তোমার লেখা কবিতাটি আমি পড়েছি, সুন্দর।
আমাদের সেই প্রথম দিনগুলির কথা
শেষের খারাপ দিনগুলির বেদনা ও ব্যথা
এতো সুন্দর করে গুছিয়ে লিখেছো সেথা
সব পড়ে আমি তো অবাক - - !


অবশ্য তুমিতো ভালই লেখো, সেতো জানি
কত সুন্দর ভাষায় আবেগে চিঠি লিখতে
আবেগী ম্যাসেজ ও এসএমএস পাঠাতে
সেসব মনে করে ফিরে যাই সেই অতীতে
মাঝে মাঝে চোখে অশ্রু আসে নীরবে
তোমার কথা ভেবে ভেবে মহা-অনুতাপে।


জানি বিশ্বাস হবেনা একথা, না হবারই কথা
কারন আমি প্রতারক, মহা-প্রতারক একা
সেতো আমি জানি প্রিয়া ওগো,
আমার বিরুদ্ধে তোমার অভিযোগগুলো
একদম ঠিক, তাও আমি জানি স্পষ্ট,
আমি পাপিষ্ঠ, তাই এখন আমার বড় কষ্ট।


গভীরভাবে ভেবে ভেবে আমি এখন ক্লান্ত
ভেবে ভেবে আমি শ্রান্ত, উঠেছি হাঁপিয়ে
অনুশোচনায় গিয়েছি আধ-পাগল হয়ে
একদিন হয়তো আমি পাগলা-গারদে গিয়ে
দুঃখের গান গাইবো আমি তোমাকে নিয়ে
পাগলা গারদে সেদিন এসো দেখতে আমাকে।


.