ও-চাঁদ, এই ভরা পুর্নিমায়
তোমার মুখ কেন জীর্ণ মলিনতায় !
ও-চাঁদ, ঢলিয়া যেয়ো না তুমি
প্রহর-তো এখনও বাকী।
হে রজনী, এখন প্রহর কতো?
চাদের কেন এই ধূসর আবছা আলো!
চাঁদ, ভরা পুর্নিমায় তোমার কি হয়েছে?
কালো মেঘ তোমায় ঢেকে দিয়েছে?
মেঘেরা তোমায় কলঙ্কিত করেছে ?


জীবনের এই কালো মেঘের জন্য
চাঁদ, তুমি অভিমান করোনা
মুখ কালো করে থেকোনা।
তোমার কোনো কলঙ্ক নেই,
তুমি নিস্কলঙ্ক, একদম নিস্কলঙ্ক।
তুমি মনে কষ্ট  নিও না, চাঁদ
দেখিও, দখিনা বাতাস এসে
কালো মেঘ উড়িয়ে নেবে,
তুমি সূচী শুদ্ধ পবিত্র হবে ।


ও চাঁদ, এই ভরা পুর্নিমায়
দেখতে এসেছি তোমায়
মুখ অন্ধকার করে রেখো না, চাঁদ।
আমি চাই তোমার সোনালি বরণ
আগুন ঝরা কাঁচা সোনালী বরণ
ও-চাঁদ, এখন প্রহর কত ?
প্রহর শেষ হয়ে যেওনা।
ও-রজনী, এখন প্রহর কত ?  
রজনী শেষ হয়ে যেওনা।


.