আমি বিস্ময়ের সাথে চেয়ে চেয়ে দেখি-
মাঝে মাঝে সন্ধ্যা হয় সন্ধ্যা নামার আগে
দিন শেষে মোহময়ী গোধূলির সাথে।


আমি অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখি-
কখনো ভোর হয় আলো আসার আগে
নীর থেকে বের হওয়া পাখিদের গানে।


আমি বিস্ময়ের সাথে অবলোকন করি-
মাঝে মাঝে জোছনা আসে পুর্নিমার আগে
নেশাময়ী নিসর্গের শুক্লাময় রাতে।


আমি অবাক বিস্ময়ে অবলোকন করি-
কখনো ঝড় বয় বৃষ্টি হয় মেঘ আসার আগে
রোদেলা দুপুরে পরিস্কার আকাশে।


আমি বিস্ময়ের সাথে চেয়ে চেয়ে দেখি
মাঝে মাঝে প্রেম আসে সময় হবার আগে
অসময়ে হৃদয়ের কোমল আবেগে।
.