সে চিরতরে চলে গেলো ছেড়ে আমায়
বহু দুরের অজানা ঠিকানায়
যাবার সময় আমায় বলেছিলো নিরালায়
প্রেমের সার্থকতা হলো ব্যর্থতায়।


না থাকলে ব্যর্থতা, সেটা নাকি জীবন নয়
জীবন হয় আবেগহীন একঘেয়ে অর্থহীন।
প্রেমের সার্থকতা হলো, প্রেমের ব্যর্থতায়
যাবার সময় বলেছিল সে আমায়।


ব্যর্থতায় ভাবনা থাকে, দঃখ থাকে কষ্ট থাকে
নষ্টালজিক কষ্টগুলো ফিরিয়ে নেয় অতীতে।
অতীত-কষ্ট না থাকলে, সেটা নাকি জীবন নয়
যাবার সময় বলেছিল সে আমায়।


যার ব্যর্থতা নাই, তার জাগানিয়া স্বপ্ন নাই
ফেলে আসা কথা নাই, অতীতের লেখা নাই
ভাবার মত স্মৃতি নাই, নষ্টালজিক  সুখ নাই
যাবার সময় বলেছিলো সে আমায় এই।