দেখা হবে আগামী বসন্তে
          গিলবার্ট নির্মল বাইন


বহুদিন পরে বহুস্থানে ঘুরে অবশেষে
সেই হিজল গাছটির তলায় এলাম,
তার তলায় দাড়িয়ে চারিদিকে তাকালাম-
দুরে ধানক্ষেতের ওপারে দিগন্তরেখা,
সব ঠিক আছে।
সে এখানেই  দাঁড়িয়ে
আমার হাতে তার হাত রেখে
বলেছিলো, আবার আগামী বসন্তে আসবে,
আগামী বসন্তে দেখা হবে;
আমি খুশি হয়ে কষ্ট নিয়ে এলাম চলে।


তারপর একে একে কত ঋতু চলে গেলো,
আমি অধীর অপেক্ষায়, কিন্তু সে আসে না।
বর্ষায় কদম ফুল পেঁড়ে এনেছি নিজ হাতে,
শরতে শিউলী ফুল কুড়িয়ে এনেছি আঁচল ভরে,
জ্বলে-পুরে মরেছি গ্রীষ্মের প্রচন্ড দহনে ,
হেমন্তে শুভ্র আকাশের দিকে তাকিয়ে
কত নিশি জেগে থেকেছি, ঘুম আসেনি,
সারা রাত আমার ঘুম আসেনি।


শীতে বিনীদ্র রজনী কেটেছে চাদর গায়ে
সামনেই বসন্ত, তার আসার সময়, সে আসবে।
বসন্ত এলো, পাপিয়া ডাকলো, ফুল ফুটলো,
অপরূপে প্রকৃতিও সাজলো, কিন্তু সে এলো না।
শেষে বসন্ত চলে গেলো,
তার সাথে আর দেখা হলো না, কথা হলো না।
সে বলেছিলে  বসন্তে আসবে, দেখা হবে,
কিন্তু কত বসন্ত এলো আর গেলো, তবু সে এলো-না ।