শীতের কুয়াশায় ভরা পল্লীর ভোর
চারিদিকে নিবু নিবু ভোরের আঁধার  
নিসর্গে নিমগ্ন আলো, আধো-অন্ধকার
মনে আনে মাতোয়ারা নেশার জোয়ার।


শিশিরের ফোঁটা ফোঁটা জল
বিন্দু বিন্দু মুক্তার মত উজ্জল  
নিশিরে ভেজা পাতা ঘাস আর ফুল
অপরূপ সাজে এখন প্রকৃতি কুল।


খেজুর গাছে বাঁধা ভোর বেলাতে
মৌমাছির আনাগোনা রসের হাঁড়িতে
লাউয়ের ডগায় পোয়াতি মুকুল
লতায় লতায় সীম যেন কুমারীর দুল।


হাটু জলে বক আছে ধ্যানে
মাছ ধরিবার আশে
মাছরাঙার গায়ে নেই শীতের ভয়
ডুব দিয়ে মাছ এনে পাখা ঝারা দেয়।


চারিদিকে পাখিদের কিচিরমিচির
হৃদয় শীতল করে সুমধুর সুর
ধীরে ধীরে আগমন গুঁড়ো আলোর
এখনই এসে যাবে মিঠে রদ্দুর।


কুয়াশার আধাঁর নেশাময় ভোর
ফসলের ক্ষেত ভরা অথই পাথার
শীতেল বাতাস বহে অতি ধীর ধীর
মন হয় উদাসী ভাবুক কবির।


.