আমার জীবনটা আজীবন জীবনযুদ্ধে কেটেছে
জীবনযুদ্ধের একটা বড় অভিজ্ঞতা নিয়ে
ঘাটে ঘাটে অনেক স্মৃতি বয়ে বয়ে
জীবনটা প্রায় সীমানার প্রান্তে চলে এসেছে।  


প্রতিদিন প্রতি মুহুর্তে কঠিন যুদ্ধে অংশ নিয়ে
কখনো হেরেছি কখনোবা জিতেছি
বহুবার নিভু নিভু আগুনে পুড়েছি
কিছু সততার গুণে আমি এখনও টিকে রয়েছি।


এখন বয়স বেড়েছে, বিকেল হয়েছে
সূর্য পশ্চিমে হেলে পড়েছে
বার্ধক্যের নানা ব্যাধি  শরীরে দানা বেঁধেছে
কিন্তু এখনওতো কতকিছু বাকী রয়ে গেছে।


এখন নিজে জড়াব্যধির আগুন নিয়ে
ধুকে ধুকে সয়ে সয়ে
তিলে তিলে জ্বলে পুরে মরছি
এবং কষ্ট করে কোনমতে বেঁচে  রয়েছি।


জীবন সায়ান্নে এসে পতিত নানা সমস্যায়
মনে পরে ফেলে আসা জীবনের নানা অধ্যায়
ছিলো জয়, কখনো ছিলো চরম পরাজয়
প্রায় সব মানুষেরই যেমন জীবনযুদ্ধ হয়।


.