প্রভু একদিন আমাকে ডেকে কহিলেন,
যেন আমার জীবন হয়, লবনের মতন।
লবনের অনেক গুণ, অনেক ব্যবহার,
মানুষের জীবনে লবনের অনেক উপহার।
আমার জীবন দ্বারা যেন সবার
সেরূপ হয় মহা-উপকার ।


লবনের গুনে মাছ-মাংস পঁচে যায়না,
লবন না হলে কোনো খাবারে স্বাদ হয়না।
তাই মন্দের সংস্পর্শে এসে,
কারো জীবন যেন না-যায় পঁচে,
লবনের মত আমার সংস্পর্শে এসে,
মন্দ থেকে যেন, সে যায় বেঁচে।


নাহলে লবনের ব্যবহার, স্বাদযুক্ত হয়না খাবার,
লবন এন্টিসেপটিক হয়ে, করে ক্ষত পরিস্কার।
মানুষ বাঁচে না শরীরে লবন না থাকলে
স্যলাইনের জন্য লবন প্রয়োজন হাসপাতালে।
আমিও যেন সবার কাছে এন্টিসেপ্টিকের মত হই,
যেন আমি স্যালাইনের মত হয়ে অন্যকে বাঁচাই।
.