মা কোথায় গিয়েছো, আর-তো ফিরে এলেনা
মাগো যদি আর একবার ফিরে আসতে
একবার যদি পেতাম তোমায় দেখতে
আর দিতাম-না মাগো কোথাও যেতে,
একবার যদি আমায় একটু আদর করতে
আমি আর কিছু চাইতাম-না এই পৃথিবীতে।
মা আমি তোমায় খুব মিস্ করি
মা তোমাকে আমি অনেক খুঁজি।


মাগো, ছোটবেলায় আমার হাত ধরে
স্কুলে নিয়ে যেতে আদর করে
সন্ধ্যায় পড়াতে যেয়ে
বাতাস করতে আঁচল দিয়ে,
সেই স্মৃতি মনে করে কাঁদি
আর তোমার কথা ভাবি।
মা আমি তোমায় খুব মিস্ করি
মা তোমাকে আমি অনেক খুঁজি।


মা, এখন আর কেউ আমায় আদর করেনা
কেউ আর স্নেহভরা কন্ঠে বলেনা -
খই, চিরে, মুড়ির মোয়া
এখনো-তো কিছুই খেলিনা,
খোকা কোথায় যাচ্ছিস, তারাতারি ফিরিস
স্নেহ আদরের কথা এখন আর কেউ বলেনা ।
মা আমি তোমায় খুব মিস্ করি
মা তোমাকে আমি অনেক খুঁজি।