মানব সমাজ আজ স্বাস্থ্য শঙ্কায় শঙ্কিত
তাই মরন ব্যাধি করোনায়
মানুষের মৃত্যু হচ্ছে অবিরত।
মানুষ্যের আছে অনেক মেধা বুদ্ধি ও বোধ
কিন্তু নিজের স্বাস্থ্যের ব্যাপারে সে একেবারেই নির্বোধ।
যুদ্ধাস্ত্রের জন্য দেশের বাজেট খুবই বড়
কিন্তু স্বাস্থ্যের জন্য বাজেট খুবই অল্প
আর এই অল্প বাজেটে স্বাস্থ্য-গবেষণাও তাই খুবই স্বল্প।


লাঠি-তলোয়ারে এখন আর যুদ্ধ হয় না
লাগে আধুনিক মারনাস্ত্র,
তাই মারনাস্ত্র আবিস্কারের প্রতিযোগিতায় মানুষ এখন ব্যস্ত।
লেগেছে দেশের বিরুদ্ধে দেশ
রাজ্যের বিরুদ্ধে রাজ্য।
চলছে প্রতিযোগিতা-
কে হবে বেশী শক্তিশালী
তাই হত-নিহত শতশত কোটি কোটি।


পৃথিবী এখন পর্যাপ্ত  স্বাস্থ্য সেবায় বঞ্চিত
তাই মরন-ব্যাধি করোনার ভয়ে সবাই শঙ্কিত।
এখন দেখা যায়-
পারিবারিক মূল্যবোধের অবক্ষয়,
সন্তান মায়েরে জঙ্গলে ফেলে যায়,
বাপেরে রেখে আসে ফুটপাথের গায়।
হাসপাতাল করোনা রোগীর চিকিৎসা হতে দেবেনা বলে করে মানব বন্ধন।
এলাকায় করোনার হাসপাতাল বানাতে দেবেনা বলে করে মিছিল।
করোনায় মৃতকে এলাকার কররস্থানে  দাফন না করার জন্য এলাকাবাসী  টাঙ্গায় ব্যানার ।
করোনা দুর্যোগে ত্রান চুরি হয়
কোথাও ত্রানের লোভ দেখিয়ে ধর্ষন হয়
ভন্ডরা করোনা হবেনা বলে ধর্মালয়ে ঘোষণা দেয়,
আরো কত সামাজিক মূল্যবোধের অবক্ষয়,
হায় মানবতা কবে হবে তোমার জয় !


.       17-04-2020