মনে পরে কত স্মৃতি এসেছি ফেলে
আমি তখন মাটিয়ার বিলের দুরন্ত ছেলে
আমার সেই দুরন্ত কৈশরের কথা
মনে হলে বুকের ভিতরে লাগে ব্যথা
শ্রাবনের বৃষ্টির মত নিহত সেই স্মৃতি
এনে দেয় শৈশবের নষ্টালজিক প্রীতি।


অগনিত শাপলা আর কলমীর নীলে
অমরাবতীর দিপ্তী যেন মাটিয়ার বিলে
শাপলার পাপড়ি আর কলমীর ফুল
ভোরের শিশিরে হতো  মুক্তার দুল
শাপলা তুলতাম ছোট নৌকা নিয়ে
শালুক তুলতাম গলা-জলে নেমে।


আঁকাবাঁকা মেঠো পথে ধানক্ষেতের মাঝে
কতযে হেঁটেছি সকাল দুপুর আর সাঁঝে
ধান ক্ষেতের ওপারে দিগন্ত রেখার বাঁকে
আকাশে উড়েছে কত পাখি ঝাঁকে ঝাঁকে
আরো যে কত আছে কৈশরের কথা
সেসব এখন অতীত নষ্টালজিক গাঁথা।


.