পৌষের ভোর শিশির ভেজা অন্ধকার
সুর্য ওঠেনি চারিদিক কুয়াশায় একাকার।


গাঁয়ের শিওলী খেজুর-রসের হাড়ি
ভার বাঁশে কাঁধে নিয়ে যাচ্ছে বাড়ি।


শিওলীর কাছে এসে বালকেরা উল্লাসে
পৌষের ভোরে খেজুরের-রস খাচ্ছে গ্লাসে।


কৃষক  চলেছে মেঠোপথে ধরে
চাদর গায়ে শীতের কুয়াশাময় ভোরে।


পথের দুপাশে শিশির ভেজা সরিষার ক্ষেত
মটর সীম তিল মুগ আরো কত ফসলের মাঠ ।


পাতার উপরে শুভ্র শিশির ঝিলিক মারে
পৌষের ঘুঘু-ডাকা কুয়াশাময় ভোরে।


বুলবুলি ফিঙে ধনিচার কঞ্চিতে বসি
কাঁপছে কুয়াশার চাদরে থিরথির করি।


খুব ভোরে হিমেল হিমেল বাতাস বয়
গভীর পরশে হৃদয়ে ছোয়া দিয়ে যায়।