তোমার সন্ধ্যা পুজোর সময় 
যেতাম আমি দেখতে তোমায়। 


তোমার ঠাকুরমা পুজোর প্রসাদ দিতো আমায়
শুন্য থেকে ফেলে আমার হাতের পাতায়। 


ঠাকুরমার হাত ছোয়া যেতোনা
ছুঁলে আর তার পুজো হতোনা। 


আমি জানি তোমার ছিলোনা ধর্মের বিভেদ
মনে ছিলোনা কোনো জাত-পাতের প্রভেদ।


তাই পুজোর ফুল ধরলেও তুমি কিছুই বলতেনা
সেইসব স্মৃতি তোমার কি এখন আর মনে পরেনা ?