একাত্তরের শেষে - মুক্তিযুদ্ধ করে
ক্লান্ত পায়ে হেটে মেঠোপথ ধরে
গ্রামে এসেছিলাম বিজয়ীর বেসে
দেখেছিলাম আনন্দাশ্রু মায়ের চোখে।


মা বলেছিল আমাকে জড়িয়ে ধরে-
লোকে বলে- তুই নাকি মরে গেছিস
খোকা, তুই নাকি শহীদ হয়েছিস
গুলি লেগে কোনো এক হলুদের ক্ষেতে।


আমি বললাম- মা আমি মরিনি
দেখো আমি বেঁচে আছি
আমি চুমু দিয়ে মাকে
অশ্রু দিলাম মুছে।


সেদিন কত মানুষ এসেছিল বাড়ীতে
এক নজর আমাকে দেখতে
আনন্দ করেছিল সবাই খুশীতে
দেশের স্বাধীনতাতে।


অনামিকাও এসেছিল
দাড়িয়েছিল পশ্চিমের হিজলের তলে
বিলাস বাগানে
কালিখোলা মন্দিরে পুজা শেষ করে।


অনামিকা পরেছিল জামদানী শাড়ি
মাথায় বেলীফুলে অপরূপা কিশোরী
বেলীর মিষ্টি গন্ধে বাতাস ভরপুর
"অভিনন্দন" দিয়েছিল বাজিয়ে নুপুর।


.