কতোবার বলেছি তাহায়
সে যেন ছেড়ে যায়না আমায়
তবু সে চলে যায়
স্বাধীনতার যুদ্ধে যায়।


পলাশডাঙ্গা দীঘির পারে
শরতের খুব ভোরে
আধো আধো অন্ধকারে
প্রভাতী চুপিসারে
নিভৃত বেলায়
বসে হিজল তলায়
বলেছিলো নিরালায়
সে কখনো ছাড়বেনা আমায়।


সে একাত্তরে যুদ্ধে যায়
তারপরে আর ফেরে নাই
দেশতো স্বাধীন হয়
কিন্তু সেতো আর আসে নাই।


এখন তার সেই কথা কি মনে নাই
আমি কোনো পথ খুজে না পাই
সে ছাড়া আমার আর
এজগতে কেহ নাই
সেতো চলেই গেলো
এখন আমি কোথায় যাই।
                            
.