এই জগত নশ্বর, অসার ক্ষত-বিক্ষত
এখানে মৃত্যুর ঘন্টা বাজে অবিরত
সবার জন্যই অঘোম মৃত্যু অবধারিত
প্রত্যেকের জন্যইই সময় নির্ধারিত ।


একদিন পৃথিবীর সব মায়া ছেড়ে
একেএকে সবাই চলে যায় দুরে
অজানা অচেনা দুরান্তরে
অনন্ত অসীম মরণ সাগরে।


সব কিছু রয়ে যায়, থেকে যায় স্মৃতি,
ভালবাসা, বেদনা, মধুময় প্রীতি,
কর্মগুলি জীবনের গান গায়
পৃথিবীতে কিছু দাগ রেখে যায়।


বন্ধু প্রিয়জন যারা থেকে যায়
তারা বিচ্ছেদে বেদনাবিধুর হয়,
বুকের মধ্যে শোকের মর্মরি বাজে
আর গুমরে গুমরে কাঁদে কাজের মাঝে।


.