প্রিয় পুজা দত্ত, আমার প্রিয়ে
তোমাকে ভালোবেসেছিলাম হৃদয় দিয়ে
শুনলাম এই ফাল্গুনে তোমার নাকি বিয়ে
ভালোইতো, ধনীর বাড়ী যেয়ে,
সোনা-রূপা হীরে জহরত পেয়ে
সুখে থাকবে স্বামী-সংসার নিয়ে।


শরীরে জড়োয়া গহনা, মুখে মেকাআপ
চারিদিক থেকে আত্মীয় মানুষের হাকডাক
তুমি চাইলেও আমার কষ্টের কারন
বুঝতেই পারবে না তখন ।


তুমি স্বামীর সাথে মধুচন্দ্রিমায় যাবে
অনেক সুখে তোমার সময় কাটবে
হঠাৎ পুরোনো প্রেমের কথা মনে হলে
ভাববে আমার সাথে বিয়ে না হয়ে
তোমার ভালই হয়েছে।


আমি তোমার বিয়ের খবর যখন পেয়েছি
ঘরে এসে নেশা খেয়ে একা একা পরে থেকেছি,
আমাদের স্মৃতির কথা মনে করে কত কেঁদেছি
আত্মহত্যার কথাও কয়েকবার ভেবেছি।


ভাবছি, একদিন হয়তো বড়দের বকা খেয়ে
আমি ধীর-স্থির-শান্ত হয়ে যাবো,
ঘুরে ঘুরে একটা চাকরিও জুটিয়ে নেবো
তোমাকে ভুলে গেছি একথা সবাইকে বলবো।


কিন্তু তখনও নিশিরাতে
বিনিদ্র জেগে জেগে
তোমার এসএমএস-গুলো পড়ে পড়ে
আমার সময় কাটবে দীর্ঘশ্বাস ছেড়ে।


শেষে একদিন হয়তো আমার অমতে
আমার বিয়ে হবে আত্মীয়দের চাপে,
এবং আমি তখন ভীষণ ব্যাস্ত হয়ে যাবো
কিন্তু ! তবু কি তোমায় ভুলতে পারবো ?


.