যখন আমি রহিব-না এই পৃথিবীতে
তখন তুমি হিজলবনে আসিও বসন্তে,
আমি বাতাসের ঢেউ হয়ে          
তোমার আঁচল ছুঁয়ে যাবো অজান্তে।


ভরা বর্ষায় তুমি আসিও চলে
দক্ষিণ দিকের সেই মাটিয়ার বিলে,
একা আসিও ডিঙ্গা নৌকা নিয়ে
আমি আসিব বালি-হাঁস হয়ে।


আমি কলমিলতা হয়ে ভেসে ভেসে
তোমার কাছে ছুটে আসিব,
আমি শাপলা ফুল হয়ে ফুটে
তোমা পানে একমনে চেয়ে থাকিব।


সারাবেলা শরৎ এবং হেমন্তে
তুমি দেখে নিও নিরালায় দিনান্তে,
আমি উড়িয়া বেড়াবো ভেসে ভেসে
সাদা মেঘ হয়ে আকাশে বাতাসে।


মাঝে মাঝে কালিখোলা মন্দিরে
তুমি আসিও আঁধো অন্ধকারে,
কাঁদিওনা তুমি ভেবে ভেবে আমারে
যখন আমি চিরতরে চলে যাবো পরপারে।