বাতাসে পোড়া মাংসের গন্ধ মানুষের
অগ্নিদগ্ধ নির্মম মৃত্যু হয় দেখি
মার চোখের সামনে কিশোরী মাইশাদের
স্ত্রীর চোখের সামনে স্বামীর
নিমেষেই ঝলসে ঝলসে গলে পড়ে তরতাজা মানুষের
মুখ চোখ গাল মাথা ও মগজ!
রাজনীতির অসুস্থ ভয়ঙ্কর ছোবল
প্রিয় মাতৃভুমীর মানুষগুলোকে নির্মম অকাল মৃত্যু দেয়
কেবল ধর্মান্ধতাই নয়
ক্ষমতা এবং গদির আকর্ষন অন্ধ করে দেয় এখানে
বাংলা-ভারত উপমহাদেশের রাজনীতির পোকামাকড়কে
মধ্যযুগীয় সামন্ত-শোষকদের মতো
নব্য রাজনৈতিক ক্ষমতাধর পিশাচদের নগ্ন থাবায়
কতো প্রাণ ঝরছে আহা নিরপরাধ বাঙালি মানুষের!


ঢাকা চিটাগাং রাজশাহি সিলেট নোয়াখালী সর্বত্র
মানুষ মরছে এখন অপঘাতে নির্মম রাজনীতির ছোবলে!
রক্তমাংসের মানুষ চায়না রাজনৈতিক পোকামাকড়,
এরা চায় কেবল ঠোঁটে ধরে রাখতে একটি শব্দ-‘জনগণ’
প্রতারণার নির্বাচনে হাতাতে সোনার চামচ
খাটাতে পূঁজি ক্ষমতার!
হরতাল অবরোধ লংমার্চ মানব-বন্ধন মিটিং মিছিল
ইত্যকার ছদ্মাবরণে এদের লক্ষ্য কেবল আসন-সিংহাসন
মানুষের মৃত্যু, রক্ত, সন্ত্রাস অরাজকতা, বোমাবাজি
টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, জমিদখল সবই এখন সমার্থে!


আহা বাংলাদেশে কখন আসবে একজন  
অসুস্থ রাজনীতির পোকামাকড়-খেকি দাজ্জাল!


(মিরপুর, ঢাকা ৫ ফেব্রুয়ারি ২০১৫)