কোন কুসুমে ভরাবো গো আমার এ শূণ্য ডালা ।
সে এসেছে যে শীতের প্রাতে, পথে কুয়াশা ঢালা ॥


মুকুল তো মুখ খুলে না হায়--
          কোন শাসনে বাঁধিতে তা-য়
                  আনলো সাথে কঠিন বায়
উত্তরের দুয়ার খুলে দুর সুদুরের হিমবালা ॥


শুকনো মুখে, অশোক পলাশ--
           আর কতদিন র’বি উদাস ;
                    ধূসর রঙে গগন হতাশ,
সারাদিনই তরুতলে শুকনো পাতার ঝালাপালা ॥


কোকিল রে তুই কোথায় গেলি--
          কোন অজ্ঞাতবাস খুঁজে পেলি ;
                    ওই ফুরালো দিন বেলাবেলি,
কুসুমহীন শূণ্য বনের অলিগলি ভীষণ নিরালা ॥


কেমন করে পূজিব তারে--
           আমার অবুঝ সেই দেবতারে,
                     আজ অতিথি সে মোর দ্বারে ।
রিক্তসাজের অঞ্জলিতে নয়নে মোর অশ্রুর জ্বালা ॥