ওরে ও শরতসখা, মন খুলে তুই হাসবি কবে বল্ ?।
এখনও তো রইলো ঘিরে চারপাশে তোর ঘোর বাদল ।


          কালোর বাঁধন টুটবে যবে
          আলোর নাচন ফুটবে তবে ।
শুভ্র মেঘের আনাগোনায়
           বলাকারা আর নাই বা হবে      নীড়হারা চঞ্চল ।
              
           দু’কূল হারা নদীর ধারা
           প্লাবনদোলায় হল সারা ;
কূল হারানোর বেদনাটি
           কার টানেতে পাগলপারা       হবে প্রাণোচ্ছল ।


         শিউলিকুঁড়ি আকুল প্রাণে
         রয় চেয়ে দুর কাশের পানে ;
ব্যথাতুর ভোরের শিশির--
          উদাস হবে শেষের গানে,       হীরক উজ্জ্বল ।


ওরে ও শরতসখা, মন খুলে তুই হাসবি কবে বল্ ?।
এখনও তো রইলো ঘিরে চারপাশে তোর ঘোর বাদল ।