তোরা আজ গাইলি যখন নামটি মোর ধরে--
আনন্দে মোর নেত্রযুগল, উঠল জলে ভরে ॥


জীবন-পথের মলিন ধূলি
ঝাড়লি তোরা বক্ষে তুলি’ ।
                 আপন হৃদয়-দ্বার খোলা রেখে
                 তোরা টান দিলি গো একে একে ।
তোদের পূণ্য স্নেহে পূর্ণ হলেম বহুদিবস পরে ॥


এই যে আমায় সিংহাসনে
স্থাপন করে হৃদয় কোণে--
                সবাই গাইলি গীতি সকাল সাঁঝে,
                তায় জাগলো প্রীতি মনের মাঝে ।
ধন্য আমায় করলি তোরা একটি দিনের রাজা করে ॥


যেটুকু সুখ পেয়েছি আজি--
পরাণ তা-য় ভরায় সাজি ।
                নিত্য যদি নাই তা জুটে গো--
                বলবো না তো মুখটি ফুটে গো ।
দেখিস্ সদা--তোদের উচ্ছল ঝর্ণা যেন এমনই ঝরে ॥


যে মালা মোর গলায় ঝোলে--
পাওনা সে নয় যোগ্য বলে ।
                 জানি, মূল্য আমার নয়গো তত ;
                 ওগো, হৃদয় তোদের মহৎ কত !
যদি অন্ধকারে না পাই দেখা--সে ভেবে প্রাণ শিহরে ।