মৃত্যুসাগর মাঝে রয়েছে যে মৃত্যুবিহীন প্রাণ--
খুঁজিয়া পাই যদি, অমৃতসম করিতে চাই পান ।
জীবনের মিথ্যামরিচীকা মাঝে মৃত্যুই চিরসত্য ;
সে মরিচীকার আলেয়ায় ছুটি মোরা পতঙ্গ মত্ত ।
সত্য সে জানি, তবু কেন যে তা রাখি নে মনে !
সত্যকে করি ভয়, বাঁধা পড়ি তাই মিথ্যার ছলনে ।
জুটায়ে সাহস, হতে হবে চিরসত্যের মুখোমুখি ;
মায়ার এ বাঁধন ছিঁড়িতে হয়তো হব কিঞ্চিৎ দুখী ।
মায়ারই ছলনায় প্রাণে বহি অকারণ মৃত্যুভীতি ;
মায়ার সঙ্গে অন্ধ প্রণয়ে শুনিতে ভুলি মৃত্যুগীতি ।
মোটেও যারে জানিনে--তারেই নিতি করি ভয় ;
বালুকায় লুকাই মুখ, জানি নে ঝড়ের পরিচয় ।
শান্তির দাবী করি শান্তিহীন এই জীবনের কাছে--
চিরশান্তি যে লুকায়ে আছে মৃত্যুর ঠিক পাছে ।
মৃত্যুকে ভয় কেন--মৃত্যু শুধুই ভাঙনের খেলা ?
মৃত্যু-মৃত্তিকা ভেঙে জীবনের অংকুর দেয় ঠেলা ।
মৃত্যুই উড়ায়ে রাখে জীবনচক্রের গৌরব-কেতন ;
মৃত্যু আনে জীবনভ্রান্তির পূর্ণ শুদ্ধি, মৃত্যুই চেতন ।
হে মৃত্যু এসো, আপন গরিমায় এসো মোর প্রাণে ;
কামনা বাসনার আহুতি হোক শেষের সে হোমগানে ।