যদি মন করেছিস দুঃখ পাবি--
     তবে তো দুঃখটি ঠিক পাবিই পাবি ।
                                  ওরে তুই পাবিই পাবি ।


                        থাক না সুখের যতই আয়োজন--
ওরে তুই বুঝলি নে গো তোর জীবনে তারি প্রয়োজন ।
দুঃখটি তোর উড়িয়ে দিতে       খুলে দে তার খাঁচার ফিতে--
তোর আপন হাতেই আছে ধরা
                                সুখের ঘরের সোনার চাবি ।


                  মনের ডানা মেলিয়া দিয়া
সুখের খোঁজে বিরামহীন        কাটুক জীবন দিন প্রতিদিন
                  দুখের বাসা ভুলিয়া গিয়া ।


                         সুখ সুখ সুখ বলিস ওগো কারে--
সে তো দুঃখ যখন তুচ্ছ হবে তোর জীবনের চারিধারে ।
তুই তুড়ি মেরে উড়িয়ে দে রে,   সুখের দানা কুড়িয়ে নে রে ;
জীবনে সুখ আসবে তোর তবে,
                                 দুখ হারানোর জয়টি গাবি ।