বিশ্বজোড়া সর্ব কাজে      তোমার সাড়া নিত্য বাজে
                                               নিয়ম করে--
জানি গো জানি, জানি জানি সে তোমার কাহার তরে ।


প্রাতে ঊষার কিরণ ঢালি’    বাজাও পাতায় করতালি--
জানি গো জানি, জানি জানি সে তোমার কাহার তরে ।


জাগিয়ে দিয়ে ভৈরবী গান     পাখীর গলে গাও কলতান--
জানি গো জানি, জানি জানি সে তোমার কাহার তরে ।


শস্যে ভরা ক্ষেতে ক্ষেতে    আলোছায়ায় ওঠো মেতে--
জানি গো জানি, জানি জানি সে তোমার কাহার তরে ।


দুর আকাশের সুনীল কোণে   সাজাও বাদল আপন মনে--
জানি গো জানি, জানি জানি সে তোমার কাহার তরে ।


প্রস্ফুটিত কুসুম-দলে   রঙ ঢেলে যাও সময় হলে--
জানি গো জানি, জানি জানি সে তোমার কাহার তরে ।


চৈত্র্যসাঁঝের সন্ধ্যাবেলায়   শান্তি আনো বায়ুর খেলায়--
জানি গো জানি, জানি জানি সে তোমার কাহার তরে ।


শেষ তরণী আড়ালে বসে   তুমি বানিয়ে যাও নিরলসে—
জানি গো জানি, জানি জানি সে তোমার কাহার তরে ।


লইবে মোরে বৈঠা টেনে    যে দেশেতে কেউ না চেনে—
জানি গো জানি, জানি জানি সে তোমার কাহার তরে ।