ভারহীন ভেসে আছে
প্রাণহীন শরীরের ভিতর
বোধহীন সমাজে


কার যে কখন কি সাজ
অভিনয়ের নিপুন ঠাস বুননে
জীবন্ত কোলাজ


শব্দরা অসময়ে ধায়
বুকে মারে হাতুড়ির ঘা
দৃশ্যরা গড়ে দৃষ্টান্ত , প্রতিবাদী কন্ঠ
মৌনতা ফিরে চায়


একা একাই বাঁচে
মরেও হয়তো বা একা
অসমাপ্ত কিছু বাক্য স্নান-ঘরে
এলো মেলো আঁকা-বাঁকা