ঘড়ির কাঁটার মতো ছুটছে জীবন
ঘোড়ায় চাপিয়ে জিন তুমি বলছো,
        “থামো, মাটিতে একটু বসো”,
বাস্তবে যা বড়ই বেমানান।


কতটুকু আকাশকে ছুতে পারে
               ছাপোষা একটা জীবন
কতটুকু স্বপ্ন দেখে আর
কতটুকুই বা ভোগ করতে পারে
               গোটা একটা জীবন।


এই হিম রাতে জমাট বাঁধছে জল
মাটির গভীরে আর
আমার হারানো অতীত ফেলে আসা স্মৃতি
গীতি কবিতা হয়ে ঘুরে বেড়ায়
চারণ কবির গ্রাম্য মেঠো পথে।