একটা জীবন ঘরের মাঝে শিকল তুলে নাচে,
একটা জীবন সকাল সাঁঝে যন্ত্রনাকে যাচে।


একটা জীবন খুব ছুটছে                
একটা জীবন স্থবির,                
একটা জীবন গান গাইছে                  
একটা জীবন কবির।      
        
একটা জীবন স্বপ্ন পূরণ গলে বরণ মালা,                
একটা জীবন সব ছারখার একাকী পথ চলা।  
            
একটা জীবন সমর্পিত                
একটা জীবন বাজি,
একটা জীবন সংদেহাতীত                
একটা জীবন কারসাজি।    
            
একটা জীবন ভরা সংসার সন্তানের মুখে চুমা,                
একটা জীবন ফুটা-কাপ্তেন স্বপ্ন নিয়ে ঘুমা।


একটা জীবন প্রলয় নাচন                
একটা জীবন দুরমুশ,
একটা জীবন ইন্দ্রপতন
একটা জীবন জ্বর ঘুসঘুস।


একটা জীবন দালান কোঠা অট্টালিকা বাড়ি,
একটা জীবন শিশমহল গোটায় পাততাড়ি।


একটা জীবন সারা জীবন
জীবন করে চাষ,
একটা জীবন সারা জীবন
রামধনু বারোমাস।