ভেবেছিলাম অনেক দূর চলে যাবো
যত দূর গেলে শব্দরা থেমে যায়
মনের দৃষ্টি হয় প্রতিহত।


চারিদিকে এত আলো, এত রূপ-রং
এত হাসি কলতান, সব ফেলে চলে যাবো
পায়ে পায়ে মাড়িয়ে পথ আর পথের দুধারে পড়ে থাকা
ব্যর্থ জীবনের যত ইতিহাস সব ভুলে।


ভেবেছিলাম তোমার নিকোনো দাওয়া থেকে
চরণচিহ্ন সব মছে দেবো, জল রঙে আঁকা
ছোট্ট কুঁড়েখানি মনের ক্যানভাসে ধুয়ে ফেলে
  নিরুদ্দেশে দেবো পাড়ি-


কী যে করি যেখানেই যাই, যত দুরেই থাকি
তোমার সেই আনন্দময় কৌতুক দৃষ্টি
ঘাসে ঘাসে, লতায়-পাতায় ঘুরে ফেরে।


দেখি কোনদিন কাছে আসতে পারিনি
তোমাকে এড়িয়ে পারিনি দুরে চলে যেতে
কী এক অমোঘ টানে ছুটে চলেছি কেবলই
একই গণ্ডির চতুর্পাশে।