মৃত্যু-তালিকায় আমার নাম
বন্ধুরা শুভেচ্ছা পাঠায় অহরহ
এত তাড়াতাড়ি চলে যাবো শুনে দারুন খুশি
জানাবে বিদায়ী সম্বর্ধনা
তারি আয়োজন সমারোহ-
অপাঙক্তেয় ছিলাম এই সুসভ্য সমাজে
মারতে পারিনি একটাও মশা-মাছি
বাসের অযোগ্য করেছে যারা এই নির্মল বাসভূমি।
একটি প্রানের বিনিময়ে একটি প্রাণ
হৃদয়ের তংত্রীতে তোলেনি উল্লাশি ঢেউ
দুহাতে আঁকড়ে ধরেছি রক্তাত্ত ভিজে জমি
মৃত্যুর  মুখোমুখি আমি, ছিলাম হয়তো একদা
তোমাদের আপনার কেউ-


হে আততায়ী ,
শেষ নিঃশ্বাস  ফেলার আগে
পিছন থেকে সামনে এসে একবার দাঁড়াও
কালো মুখোশের অন্তরাল থেকে সরাও তোমার মুখ
আমি একবার দেখে নিতে চাই
আপন ভেবে যাদেরকে হৃদয়ে দিয়েছি ঠাঁই
তারাই মারলো কিনা ছুরি, তাহলে মরণেও
নেই দুখ, তোমার ও দুচোখ
যতই ঝড়াক আগুনের ফুলঝুরি-