কতটুকু বাসলে ভালো পাহাড় টলে যায়
কতটুকু ডাকলে কাছে আপন হওয়া যায়।

আঘাত দিলে কতটুকু কান্না হয়ে ঝরে
ব্যথার বোঝা কতটুকু এ মন বইতে পারে।

দশদিক যার ঘেরে নিশি
কিংবা নিশি ডাকে যারে,
টানতে পারে দাঁড় সে কী আর
পাল ছিড়েছে ঝড়ে।


তোমরা বলবে আলসেমি সে
কুঁড়ের বাদশা নইকো মোটে,
ধোপার গাধা হও-না যতই
লাথি-ঝাটাই জোটে।


মান হলে কতটুকু মানুষ হওয়া যায়
নত হলে কতটুকু অপমান মেশে ধুলা।


কতটুকু আপন হলে শিশু চেনে পিতা
কতটুকু রক্ত ঝরলে জন্ম নেয় কবিতা।