আমার দু-হাত ভরা নিমফুল
ওষ্ঠে ক্ষণিক তপ্ত-দহন
ধুকপুক ধুকপুক মিছেই হৃদস্পন্দন
তোকে সবই দিয়ে
আমাকে রেখে গেলাম মেঠো পথে
এবার আমায় যেতে দে।


খুলে দে আমার পায়ের সোনার বেড়ি
অভিমানের আধারে পাশফিরে শুয়ে যে চাঁদ কাঁদে
সে বিষাদের আলোটুকু গায়ে মেখে
চলে যেতে দে ।


আদিগন্ত সবুজ বন
আলোছায়া রহস্য-ঘেরা অবুঝ মন
যে স্বপ্নভরা পৃথিবীটা দেখালি আমায়
তার সবটুকু সুখ খুঁজে নিতে দে
মেঠো পথ চষা মাঠ পিছু ফেলে
এবার আমায় যেতে দে ।