চোখের জলে বেদনার দাগ লুকিয়ে থাকে
আমাকে দেখে যতই তুমি হাস
জীবনের জলছবি ঠিকই বুঝে নিতে পারি ।


দামি কার্পেটে ঢেকেছো ফ্ল্যাটের মেঝে
দেয়ালে পেন্টিং যামিনী রায়
ঢাকতে কি পেরেছো বেদনা-বিধুর মন
বিস্মৃতির আয়নায় ।
অপারগ মন পারে নাকো ভুলে যেতে
একটি সে রঙিন পালখ সর্ষের ক্ষেতে
উড়ে বেড়ায় দমকা হওয়ায় দারুন ঘূর্ণিপাকে ।


চোখের জল বাঁধভাঙা এক নদী
বাঁকে বাঁকে স্বপ্নরা দেয় ডুব-সাঁতার,
বুকের ভিতর গুরুগুরু, একরাশ ঝুরোবালি
মন-ডুবুরি খুঁজে ফেরে শতমুক্তাসম
       শিশুর দেয়ালি। ।