একটি পাখি, একটি পাখি, একলা একটি পাখি
সকাল থেকে গাছের ডালে করছে ডাকাডাকি
       একলা একটি পাখি
এ-ডাল থেকে ও-ডাল ঘুরে হওয়ায় ভাসায় ডানা
নীল গগনে যাবেই উড়ে কেউ করেনি মানা
তারে কেউ করেনি মানা ।


আমায় ডাক দিলো সে,
আমায় ডাক দিলো সে একলা একটি পাখি
অন্ধকারের আগল খুলে আলোয় দাঁড়া দেখি
সারা জীবন বন্ধ ঘরে বদ্ধ রইবি নাকি
একলা একটি পাখি।


একটি পাখি, একটি পাখি ঠোঁটে খড়কুটো
মুক্ত ভেবে পাথর সে জমায় নাকো ঝুটো
ঘর ভাঙে না ঘর বাঁধে সে
ঘর আছে তার সকল দেশে
সকাল-সাঁঝে সকল কাজে আনন্দে মাখামাখি
একলা একটি পাখি।


একটি পাখি, একটি পাখি, একলা একটি পাখি
হৃদয় মাঝে মরণ ফাঁদে গুমরে মরে নাকি
তারে উড়িয়ে দিলাম
শিকল কেটে উড়িয়ে দিলাম
অচিন দেশে যাক সে উড়ে হোক সে পরবাসি
      একলা একটি পাখি।