ভরা সংসারে দুধ উথলায়
নিকনো  উঠানে খেলে চাঁদ
নিশ্চিন্ত আরামে নিদ্রামগ্ন রাত
গনগনে আঁচ লাগেনি তার গায় ।


জল ছপছপ পায়ে ভেজা শাড়ি
হেঁটে যায় নতুন সোহাগী বউ
আলসে দুপুর যেন একখানি কবিতা
সেলাম ঠোকে কার্ণিশে বনসাই-ঝাউ।


কালো-ধোঁয়া ঢেকে দেয় টুকরো আকাশ
জানালার পর্দা গুলো ক্রমশ বিবর্ণ
গ্রীলের ফাকে হাত নাড়ে উদাসী বাতাস
বায়সের ডাকে সদা সংত্রস্ত দিনও।


একটানা বয়ে চলে অবিশ্বাসের চোরাস্রোত
শক্ত হাতে বৈঠা টানো বুড়ো মাঝি
ডুবে  যেতে পারে পুরানো সে নাও
যতই ভাসাও তরী তীরের কাছাকাছি ।