কোন কথা কার কখন বাজে
কোন সে আঘাত বুকের মাঝে
দুখের স্মৃতি জমিয়ে রাখে
নিদ্রাহীন দুই আঁখি পাতে ।


কথা দিয়ে কথা রাখা
আজকে আর যায় না দেখা,
কথা আজ কথার কথা।


মনের কথা মুখে এলে
কথার মালায় তুলি ভরে
সংগোপনে রেখো তুমি
শুকিয়ে যাওয়া গোলাপ পাপড়ি
রাখো যেমন শাড়ির ভাঁজে ।


দায় নেই আর শর্ত মানার
নাই বা করলে ছল-ছুতো,
পৃথিবীটা আজ চলছে যেমন
ভোগের হাওয়ায় ভেসে ভেসে
ভোকাট্টা জীবন-সুতো ।