তোমায় কিছু দেব বলে হৃদয় পাত্রে তাকিয়ে দেখি
হে জীবন,
সকলই শূন্য .....


কারা যেন খুলে নিয়েছে অঙ্গাভরণ
রাজকীয় পরিধান কবেই, কটি-বন্ধে চির-বেশ
মানবিক লজ্জা ঢাকে এখন।


তোমায় কিছু দেব বলে
গঙ্গার জলে আচমন করে এসে দেখি
হে জীবন,
দেউলে মূর্তি নেই, ধান–দুর্বা–বিল্লপত্র নেই
নেই ষোড়শ পূজাপোচার, কাঁসর ঘণ্টা নেই, নেই কোষাকুসি
ইটের পাঁজর ভেদ করে বেড়ে ওঠা বুনোঘাস  
    বিদ্রুপ করে ।


ধুলো বালি গায়ে মেখে বেড়ে উঠেছ
সম্বল ছিল একখানি কম্বল, রং-চটা লোটা
অর্থহীন যত হিসেব-নিকেশ, লাভ-ক্ষতি, হা-হুতাশ
হে জীবন,
মৃত্যুর পর পেতে পারি যেন চিতা-কাষ্ঠে
একবিন্দু চন্দনের ফোঁটা।