হতে পারি ছবি
পটে আঁকা
অপটু হাতে
কুলশীলহীন পড়ে থাকা
   ধুলো মাখা
বিষন্ন ফুটপাতে
শিল্পীর তুলিকায়-


তুমি নিলে তারে
যতন করে
ও ঘর-দুয়ার সাজাতে
কেন বল হায়!


পটে-আঁকা আমি ছবি
দু-দিনেই গেছি বুঝে
তোমাদের আপাত সুখের পিছে
রক্ত ক্ষরণ ঘটছে অহরহ অবিশ্বাসের
হে কবি --