সবুজ প্রান্তরে অতিদ্রুত বদলে যাচ্ছে ফসলের ডাক, শিশিরের ঘ্রাণ
আকাশ ঝুঁকে পড়ে নির্বাক বিস্ময়ে দেখছে বর্ণহীন রূপান্তর
নির্জীব নিষ্প্রাণ ইট-কাঠ-পাথরের তান্ডব নৃত্য মহাপ্রলয়
ধর্ষিতা ধরণীর ছিন্ন হরিদ্রাভ মেখলা।  


একটি বর্ণহীন রুপান্তর অতিদ্রুত ঘটছে কৃষকের হৃদয়ের অভ্যন্তরে
মাটি-মাযের বুকচিরে সুরম্য হর্মরাজির দর্পিত আস্ফালন
সবুজ প্রানের কি নিদারুন অপচয়।


সোনালী ধানের শীষে স্বেদ বিন্দু অরুণ আলোয় নাচবেনা, ঝলমল
করবেনা আর চাষীবউয়ের ঝুমকো বসানো নাকচাবিতে।  
কোচর-ভরা ভালোবাসার বুনো গন্ধে মাতবেনা
জোয়ান মরদ, উলঙ্গ শিশু আর।


বদলে যাচ্ছে অতিদ্রুত আবাদী-প্রান্তর সভ্যতার নির্মম অহঙ্কারে
মৃতিকেয় মন কৃষকের স্বপ্নের বাহন, জল ও জঠরের আলিঙ্গনে
ঘুমায়ে গিয়েছে দারুন শীতঘুমে!