ব্যর্থতায় যখন ডুবে যায় জীবন
আমি কোনো ব্রাত্য নারীর কাছে যাবো
তার প্রশস্ত ক্রোড়ে মুখ লুকিয়ে দু-দন্ড স্বস্তি ও শান্তি
খুঁজে নেবো।
-“ বীরভোগ্যা বসুন্ধরা”,
তবু আমার মতো যারা কোনো অর্থেই বীর নই
তাদেরও নিজস্ব একটা ভুবন থাকতে পারে
তেমন করে তলিয়ে ভাবতে পারোনি তোমরা কেউ।


সংঘাত এখানেই ব্যক্তিস্বত্তার সাথে বাস্তবিকতার
হেরে যাবার ভয় সর্বদাই কুরে কুরে খায়
কিংম্বা আমি আদৌই কী নামতে চাই
লড়াইয়ের ময়দানে আমজনতার ।


কে জানে!
কী দামে কিনতে পারি একপাতা লালটিপ
এক জোড়া সাদা শাঁখা আর
একখানা ঢাকাই ছাপা ডুরে শাড়ি-