হাজার মুখের ভিড়ে তোর চোখে রাখি চোখ
ক্ষণিকের তরে বুঝে নিস ঠিক তুই বাতাসের অনুরণন
হৃদয় বীণায় কী সুর তোলে।


অনেক শরীর ছুঁয়ে দেখেছি নির্জনে
লালার সাথে লালার সংমিশ্রণে, শব্দরা জেগে ওঠে
সুর বাজেনা প্রাণে।


কথা বললে তুই সপ্ত-সুর বাজে যেন, পাহাড়ী ঝর্ণা
নৃত্যে মাতায় উপল শ্রেণী, শুকনো খালবিল জোয়ারে ভরে
ঝোড়ো হাওয়ায় বিন্দাস পানসি–মন।


কতদিন বলিসনি মনের দুটো কথা
দু-দন্ড বসে পাশাপাশি ভালোবাসাবাসি
কতদিন একই গানের কলি গুনগুন করিসনি ভর-দুপুর বেলা
কতদিন বাতাস এসে উড়িয়ে দেয়নি এলোকেশ
কলিং বেলের ঘণ্টা ডাক দিয়ে যায়নি কতদিন।

তুই আছিস, চরাচর জুড়ে তবু তুই আছিস
হৃদয়ের খুব কাছাকাছি
কতযুগ কেটে গেল তোকে সত্যি কথা বলতে
না জানি আরো কতযুগ কেটে যাবে ওই রাতুল চরণে
নুপুর খানি বাঁধতে---