আজও পারিনি
মুখের উপর সেঁটে বসাতে
আর একটা ভালো মানুষের মুখোশ।


মন ও মুখোশের আমি কাজিয়া বাধায় অহরহ
আর সেই ফাঁকতালে বাজারের সবজি-ওয়ালা থেকে শুরু করে
তথাকথিত বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন বেওকুফ বানায়
যখন তখন।
রোজ সকালে যে মুখ দেখি আয়নায়
যত্ন করে সেভ করি
সেও কী শোনে আমার কথা!
তা যখন হয় না
বৃথা দোষারোপ
মুখোশের আমি অথবা আমার মুখোশটাকে-


মন বলে, ‘‘খুলে ফেল মুখোশ”
আর মুখোশ বলে, “মনটা কর শক্ত”
বোকা আমি মন আর মুখোশ নিয়ে
রোজকার খেলায় বেশ হয়ে উঠছি পোক্ত।