অনন্ত বিশ্বাস প্রশান্ত আশ্বাস
নাগরিক নি:শ্বাসে বিষ,
চঞ্চল দু-নয়ন নির্জন বাতায়ন
চোরামন নিষিদ্ধ কিস
তোরা যা খুশি বলিস--


প্রতিশ্রুতি জটাবুড়ি স্বপনের ফুলঝুরি
ভাবনায় ভালোবাসি রাজকন্যা,
মুঠো-ভরা সেলফোন জমাটি আলাপন
শুধু মন ভালোলাগে না  
তোরা যা খুশি বলিস--


বে-হিসেবি যৌবন দোষারোপ অকারণ
অকাল বোধন করে দিস,
অহং এ-সংসার আর সব ছারখার
ব্যস্ত সময়ে অশান্ত মজলিস
তোরা যা খুশি বলিস--


তকতকে সড়কে ঝকমকে মোড়কে
চকচকে কথার পালিশ,
প্রতিশ্রুতি প্রলোভন ভেঙে যায় প্রতিক্ষণ
সারাদিন কষ্টের বীজ বুনিস
তোরা যা খুশি বলিস--


নিরবধি বরিষন চঞ্চল এ শ্রাবণ
মুখভার গগন অহর্নিশ,
আসে যদি অকারণ পথভোলা পোড়ামন
তারে দিল খুশ করে দিস
তোরা যা খুশি বলিস--