আমি আমার মতো একেলা
গায়ে মাখি বিকেলের রোদ
দিগন্তে উড়ে যায় শ্বেত বলাকা
জনমের ঋণ বুঝি হয় পরিশোধ।  


ধরণীর ধূলিকনা দেয়নি আবাস
অশান্ত ক্ষত বক্ষে প্রশান্ত শ্বাস
নিভে যায় জীবনের যত দীপালী
চোরাবালি গিলে খায় বাঁচার আস্বাদ।  


যে কথার মরণ আজ সমাগত
তুমি কেন দিলে তারে জয়টিকা
চিরদিন ছিলো যে ভাগ্যহত
খণ্ডাবে কেমনে তার ললাটলিখা।


ধুলো-বালি, খড়-কুটো অঙ্গাভরণ
ব্যস্ত এ শহরের মস্ত রাজপথে
অগণন জনগণ ত্রস্ত সদা কী কারণ
অকিঞ্চিত ফুটপাতে রিক্ত হস্ত পাতে।


বুনো-হাঁস অন্ধকারে ডানা ঝাপটায়
দয়িতের সাথে বুঝি মৃত্যু-মিলন
চিরসখা কে বা পায় ব্যর্থ হতাশায়
এ-জনমেই হোক শুরু পাপের-স্খলন।