এক লাখে রাজা হবে
দু লাখ দিলে রানী,
সোনার ঝালর ঝুলিয়ে হাতে
চিট-ফান্ড দিচ্ছে হাতছানি।


বহু কষ্টে অনেক ক্লিস্টে
সঞ্চিত যে ধন
মেয়াদ শেষে দশ-বিশ গুণ  
অমূল্য সে রতন।


অবিশ্বাস কেমনে করি
গণ্য-মান্যের সহাস্য্ মুখ,
সবাই যখন দিচ্ছেন আশ্বাস
জানি নেই কোনো ভুলচুখ।


ফুটা আমার চালের বাখায়
খেলবে ওই রুপসী চাঁদ,
আসবে ঘরে রাখবো ধরে
মায়ামৃগ পেতে কাঞ্চন ফাঁদ।


এবার আমার ফ্লাট হবে
রাজার হাটের বুকে,
বউয়ের গলায় সোনার লকেট
কাটবে দিন বড়ই সুখে।  


দিন গেল বছর গেল
মেয়াদ শেষে দেখি,
লাভের কড়ি ভুতে খেয়েছে
ভদ্দর-লোক সব মেকি।


চিট-ফান্ড বাবু গেছেন জেলে
সি বি আই তার পিছে,
পোড়া কপাল গলায় দড়ি
দুসবো কাকে মিছে।


সবাই খেল চেটে পুটে
গরিবের রক্ত-ঘাম,
এই বঙ্গে রইবে লেখা
মির্জাফরের নাম।


আমরা গড়ি সোনার বাংলা
আমরা আবার ভাঙতে পারি,
পরিবর্তনের ঝড়ো হাওয়ায়
উজানে বাইবো তরী।