সাদা বক সাদা বক
এক পায়ে দাঁড়িয়ে জল খায় ঢকঢক
জলের ভিতর পুঁটি মাছ
পেটে গিয়ে হল গাছ
গাছে ফুটল দুটি ফুল
সত্যি নয়কো মোটেই, সবই মনের ভুল।


কালো বক কালো বক
সাঁই-সাঁই  উড়ছিলো আকাশে
ঠোঁট দুটি ফ্যাকাশে
ডানায় ধাক্কা লেগে প্লেনে
পড়ল গিয়ে শহরের ড্রেনে
চোখে দেখে  সরষের ফুল
সত্যি নয়কো মোটেই, সবই মনের ভুল।


সাদা-বক কালো-বক
একসাথে বাঁধে ঘর বাঁধের উপর ঝকমক
ঘরের ভিতর খড়-কুটি
খড়ের ভিতর হলুদ ডিমটি
ফেটে কখন কালো-সাদা শাবকটি
উড়ে বেড়ায় সারাদিন ঝিল-ময়  
মনের ভুল নয় গল্পটি সত্যি,
           মিথ্যে নয় একরত্তি।