মেঘবর্ণ ঘুমে ঢোলে দু চোখ
দিগন্তে একঢাল স্বপ্নরা ছুটে আসে
ধেয়ে আসে যুবতী ফসল অঘ্রাণে
নবান্নের ঘ্রাণে কাকে তুমি ভরিয়ে তোলো
একাকীত্বে, এই হিমরাতে?
বেগবতী ঢেউ, কেন তুমি বেঁধেছিলে
বাম-করে প্রতিজ্ঞা রাখী?
কেন সে আগের মতো সন্ধ্যা হলে
নিশীথ-অভিসারী?
সবাই জমি খোঁজে, বিপন্ন শিকড়ে প্রানের ছোয়া,
প্রদীপের নিচে অন্ধকার হাতড়ে তুমি দেখবে কার মুখ?
যাকে তুমি হারিয়েছিলে যৌবনে,
এই অঘ্রাণে তার সম্মানে,
এসো একটি গীতিকবিতা লেখা হোক--