বিশ্বাস ভঙ্গ করলেই শাস্তি
আর শাস্তির আর এক নাম
যদি হয় মরণ
তবে হে বন্ধু! তোমার সাথে আবার দেখা হবে।


অন্ধ-জনে দেহ আলো, মৃত-জনে দেহ প্রাণ
এই যাদের আত্মকথন, খুঁজে পাওয়া ভার
সেই সব মহামানবের-


হে বন্ধু! তবু তোমরাতো জেগে আছো
প্রতিবাদী কণ্ঠ তাই জাগে, বন তুলসীর পাঁচিল ঘেরা
গরিবের ভিটাখানি মুখরিত হয় নিরব প্রতিজ্ঞায়।


তোমার সাথে আবার দেখা হবে
আলোকিত মঞ্চের কোনও অজানা অন্ধকারে
টেবিলের নিচে জমে থাকা ধুলা মাকড়সার উর্ণীজালে
দেখা হবে ধানখেতে, বাঁশঝাড়, আলপথ
গোলাঘর, কয়লাখাদান কিংবা পাইনের ধারে-


শাস্তির আর এক নাম যদি হয় মরণ
মরণের আর এক নাম যদি হয় উত্তরণ
তবে হে বন্ধু! তোমার সাথে আবার দেখা হবে-