একটু হাসি ক্ষণিক ছো্ঁয়া
উদাসী মেঘ ভিজে হাওয়া
উলট-পালট মন খারাপ,
নিলাজ আঁখি নিরুদ্দেশের
স্বপ্ন আঁকে সর্বনাশের
শূন্য বুকে বসন্ত-বিলাপ।


পোড়া বাঁশি কী শেল হানে
ছুটছে রাধা অমোঘ টানে
নদী তট নিকুঞ্জ নিধুবন,
ফুটছে কাঁটা রক্ত পায়  
নয়ন তবু ফিরে না চায়
বিবশ-তনু, বিভোল-মন।


শ্যাম জানে না শ্যামার কথা
সংসারে তার শতেক ব্যাথা
জ্বলে পোড়ে পাগল হিয়া,
উথাল-পাথাল জীবন তরী
একলা বৈঠা বাইতে নারি
চিরন্তন প্রেম পরকীয়া।