মন যতদূর ধায় কখনো কী যাওয়া যায়
মনে হয় না,
যাকে ফেরাই বারংবার ভয় পেয়ে লোকাচার
অমনিল সে আনন বিস্মৃত হয় না ।


পৃথিবীটা গোলাকার সাক্ষাত্‍ কতবার
নির্জনে দুদণ্ড বসি
কত গল্প কত হাসি,  কাটে সময় উল্লাশি
স্মৃতির ঝাঁপি দুখ-সুখ কমবেশি।



প্রিয়তম কত জন সাঙ্গ করে আলাপন
জঠরে তব শায়িত সব,
বহমান এ সময় তবু চিত্রকল্প গড়ে দেয়
জয়যাত্রা জীবনের কলরব।


বেদনার বহু স্মৃতি রুদ্ধ করে চলার গতি
মেটাতে হবে অন্য সব ঋণ,
যা দিয়েছ এ জীবনে আশাতীত গুণ-মানে
হে প্রভু! এবার ছুটি দিন---